গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউছুল আজম ডলারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাউছুল আজম ডলার গাইবান্ধা পৌর শহরের পশ্চিম পাড়ার বাসিন্দা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নবীউল ইসলাম জানান, বিএনপি নেতা গাউছুল আজম ডলারের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে মাঠেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।