ডেস্ক: রংপুর এর পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামের গৃহবধুর মৃতদেহ একটি পুকুর থেকে সকাল ৯টায় উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান,উক্ত গ্রামের আব্দুর রউফের পুত্র স্বাধীন এর স্ত্রী নাসিমা বেগম(১৯) এর দুই মাস আগে বিয়ে হয়। নছিমা রামনাথপুর ইউনিয়নের খেদমতপুর গ্রামের সুলতান মিয়ায়র কন্যা। তার পরিবারের দাবি নাসিমাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়া হয়েছে।
এলাকাবাসী ও পুলিশের ধারনা প্রেমঘটিত কারনে এ ঘটনা ঘটেছে।
অপর দিকে আপন নানিকে হত্যা করেছে তার নাতি। মদনখালী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবদুল লতিফ মিয়ার স্ত্রী আমবিয়া বেগম(৭০)কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে আপন নাতি রাশেদুল ইসলাম(২৭)।
পুলিশ জানান, নানির শয়ন ঘরে প্রবেশ করে রাশেদুল লাঠি দিয়ে মাথায় পিটিয়ে হত্যা করে। এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে রংপুর মর্গে প্রেরন করেছে।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল ইসলাম বলেছেন- পৃথক ঘটনায় দু’টি হত্যার ঘটনা ঘটেছে।