আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

সৈয়দপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুলকে গাড়ীচাপা দিয়ে হত্যার চেষ্টা

সোমবার, ১৫ জুলাই ২০১৩, রাত ১০:০৮

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৫ জুলাই॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হককে গাড়ীচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় ৬ থেকে ৭ জন টুপি পড়া ব্যক্তিকে বহনকারী একটি ট্যাম্পু মুক্তিযোদ্ধা একরামুলকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা একরামুল হক রবিবার রাতে অভিযোগ করেন, ট্যাম্পুর যাত্রীরা সবাই দাঁড়ি-টুপিওয়ালা। তাঁকে উদ্দেশ্য করে ওই যাত্রীরা চিৎকার করে বলছিলেন, ইয়ে শালে মুক্তিফৌজ হ্যায়, হামলোগকো গালি দেতা হ্যায়, শ্যালেকো মার ডালো! (অর্থাৎ এই শালা মুক্তিবাহিনীর লোক, আমাদের গালিগালাজ করেন, শালাকে মেরে ফ্যালো)। মুক্তিযোদ্ধা একরামুল জানান, সম্প্রতি তিনি গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বক্তব্য রাখেন। ওই মঞ্চে সৈয়দপুরের রাজাকার আল-বদরদের তালিকা প্রকাশ করা হয়। তিনি অভিযোগ করে বলেন, তাঁকে হত্যা চেষ্টাকারীরা স্থানীয় জামায়াত-শিবিরের লোক। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানান। প্রত্যদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন ১২ জুলাই শুক্রবার জুম্মার নামাজের সময় হওয়ায় ইসলামবাগ এলাকার রাস্তা-ঘাট ফাঁকা ছিলো। এ সময় দ্রুতগতি সম্পন্ন একটি ট্যাম্পু মুক্তিযোদ্ধা একরামুল হককে চাপা দেওয়ার চেষ্টা করে। ট্যাম্পুর ধাক্কায় একরামুল রাস্তার ওপর হুমরি খেয়ে পড়েন। এতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মনিরুল ইসলাম জানান, বর্তমানে আহত একরামুল অনেকটা সুস্থ্য আছেন। তাঁর ডান পা ও কোমড়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি জেনেছেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদ থেকে মৌখিক অভিযোগ করা হয়েছে। মামলা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন


 

Link copied