আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

রংপুরে শিক্ষা কর্মকর্তাকে পেটালো ছাত্রলীগ

সোমবার, ২২ জুলাই ২০১৩, বিকাল ০৬:৪৭

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজে ন্যাশনাল সার্ভিসের ক্লাস নিচ্ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলিউল হাদি। এ সময় ওসমানপুর বেসরকারি রেজিস্টার্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ ও সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে সাজু ও মিন্টুসহ একদল সন্ত্রাসী ক্লাসে প্রবেশ করে অস্ত্রের মুখে ওসমানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের বিষয়ে অবৈধ এবং অন্যায়্যভাবে স্বাক্ষর দেয়ার জন্য চাপ দেয়। ওই বিদ্যালয়টির ব্যাপারে জমিজমা সংক্রান্ত মামলা আছে, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সই দেয়া যাবে না, শিক্ষা কর্মকর্তার এমন বক্তব্যে ছাত্রলীগ নেতারা জোর করে তার স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। তিনি না দিতে চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে অস্ত্রের মুখে বেদম মারপিট করে। পুলিশ জানায়, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি জাহিদুর রহমান ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওসমানপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, স্থানীয় সন্ত্রাসী রাশেদ, পলাশ, সাজু, মিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একটি স্কুল সরকারিকরণের জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু সুপারিশের ব্যাপারে এসিল্যান্ডের ক্লিয়ারেন্সসহ সরকারি বিধি-পরিবিধি পালন এবং আমার কনসার্ন প্রয়োজন হয়। এসব বিষয় বিধিবদ্ধভাবে না হওয়ায় শিক্ষা কর্মকর্তা তা দিতে অসম্মতি জানালে প্রধান শিক্ষকের ঈঙ্গিতে উপরোক্ত উচ্ছৃঙ্খল যুবকরা সোমবার দুপুরে কারিগরি কলেজে শিক্ষাদানরত অবস্থায় শিক্ষাকর্মকর্তার ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে ব্যাপক মারধর করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, আহত শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি রাশেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ, ছাত্রলীগ নেতা মিন্টু ও সাজুসহ অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।শিক্ষা কর্মকর্তা আলাউল হাদি বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

মন্তব্য করুন


 

Link copied