আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

হিন্দু সম্প্রদায় থানা ঘেরাওকরে কথিত ছিনতাইকারীকে ছাড়িয়ে নেয়

মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৩, রাত ০৯:৫৫

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ আগষ্ট॥ মিথ্যে অপবাদ দিয়ে ছিতাইকারীহিসাবে পুলিশের কাছে ধরিয়ে দেয়ার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের শতশত মানুষজন নীলফামারীর কিশোরীগঞ্জ থানা ঘেরাও করে কথিত ছিনতাইকারী পুলিণ (৩৫) কে ছাড়িয়ে নিয়েছে।মঙ্গলবার সকাল থেকে তারা থানা ঘেরাও করে রাখলে দুপুরে পুলিন ছাড়া পায় ।এ ঘটনার জন্য পুলিশ বিএনপি নেতা চাঁদখানা ইউপি চেয়ারম্যান আয়ুউব আলীকে দায়ী করেছেন। পাশাপাশি বিােভকারীঅভিযোগ, পুলিশ মামলার কোন সত্যতা যাচাই না করেই নিরিহ পুলিনকে গ্রেপ্তার করেছে। এধরনের মামলায় পুলিশ আসল আসামীদের আড়াল করতেই নিরিহ মানুষদের হয়রানী করে থাকেন। তারা আরও বলেন, ‘ওই ব্রিজের নীচে প্রতি রাতেই জুয়ার আসর বসে। সেটি পুলিশ দেখেও না দেখার ভান করে। জুয়ার আসরের কেউ প্রতিবাদ করলেই পুলিশি হয়রানীর শিকার হতে হয়। ছিনতাইকারী হিসাবে পুলিনও হয়রানীর শিকার হয়েছে। পুলিশ জানায় সোমবার রাতে নাকী বাহাগিলি স্ট্রিল ব্রীজ সংলগ্ন কমিউনিটি পুলিশিং টহল সেডের কাছে দুটি মটরসাইকেল ছিনতাই হয়েছে মর্মে অভিযোগ করেন ডোঙ্গা গ্রামের সাহাব উদ্দিনের পুত্র মিজানুর রহমান রানা (৩৫)ও সরঞ্জাবাড়ী গ্রামের জাহেদুলের পুত্র জেনারুল(৩২) ইসলাম। তাদের সাথে নিয়ে চাঁদখানা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আইয়ুব আলী থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কিশোরীগঞ্জ থানা পুলিশ সরঞ্জাবাড়ী গ্রামের ক্ষিতিসের পুত্র পুলিনকে(৩৫) গ্রেফতার করে থানায় নিয়ে নিয়ে আসে। এদিকে মঙ্গলবার সকাল ১০ টায় ঐ এলাকার শতশত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ কিশোরীগঞ্জ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার গোলাম আজমকে স্বারকলিপি দেয়। এরপর তারা নিরিহ পুলিনকে ছেড়ে দেয়ার জন্য থানা ঘেরাও করে। নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য কর্ণেল(অব) এ.এ. মারুফ সাকলান,এএসপি(সার্কেল) উজ্জল কুমার রায়, কিশেরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাবুল থানা পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করেন। এদিকে বিক্ষুব্ধ লোকদের দাবীর মুখে থানা কর্তৃপক্ষ গ্রেফতারের ১০ ঘন্টা পর পুলিনকে ছেড়ে দেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি(প্রশাসন) শাহ্ আলমের সাথে কথা হলে তিনি জানান, বাদী আসামীকে ঠিকভাবে সনাক্ত করতে না পারায় এমন হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ করে পুলিনকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে সরজ্ঞাবাড়ী এলাকার অমল চন্দ্র জানান, আইয়ুব চেয়ারম্যানের নেতৃত্বে বাহাগিলি ব্রীজের কাছে নিয়মিত জুয়া খেলা হয়। হিন্দু অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত এলাকার লোক তার কাজে বাঁধা দিলে তিনি হুমকি দেন কারণে-অকারণে হিন্দুদের গালমন্দ করেন।

মন্তব্য করুন


 

Link copied