আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

সোমবার, ১২ আগস্ট ২০১৩, দুপুর ০৪:৫২

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১২ আগষ্ট॥ বন্ধুর পথে বন্ধু হয়ে আজীবন চলার প্রত্যায়ে নীলফামারীর এসএসসি ২০০৭ ব্যাচ কতৃক বীর মুক্তিযোদ্ধা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে নীলফামারীর শিল্পকলা মিলনায়তনে এই সম্মাননা প্রদানের আয়োজন করে এসএসসি ব্যাচ ২০০৭ এর নীলফামারীর শিক্ষার্থীরা।

উক্ত ব্যাচের আহবায়ক আবু নাসের মহম্মদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক এসএম মাহফুজুল হক ।

ব্যাচের ২৭৩ জন শিক্ষার্থী তাদের নিজেদের অর্থ জোগান দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বলে জানালেন সোনিয়া সুচনা দৃষ্টি,শারমিন আক্তার সিমু, রেজোয়ানা নুরী রিশা। তারা আরো জানান শিক্ষা জীবনে তারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিখাপড়া করছে। ঈদে তারা নিজ জেলা নীলফামারী এসেছে। তাই ২০০৭ সালের এসএসসি ব্যাচের সকল শিক্ষার্থীরা একজোট হয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছে।

মন্তব্য করুন


 

Link copied