আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

পাটগ্রামে হরতালের সমর্থনে জামায়তের মিছিল সংঘর্ষ ভাংচুর

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৩, দুপুর ০৩:০৬

প্রত্যদর্শীরা জানান, ১২ জুলাই আসরের নামাজ শেষে বাউরা জামে মসজিদ থেকে আনুমানিক ১শত জামায়ত-শিবির নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে বাজারের বিভিন্ন রাস্তা প্রদণি শেষে বাউরা দাখিল মাদ্রাসার দিকে যাওয়ার সময় সরকারদলীয় নেতাকর্মী দ্বারা প্রতিরোধের সম্মুখিন হয়। এ সময় বাউরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা খলিলুর রহমান খলিল প্রতিপরে আঘাতে গুরুতর আহত হন। তাৎণিক খলিলকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পড়ে আহত খলিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করানো হয় বলে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেকস সূত্রে জানা গেছে। এ সময় প্তি সরকার দলীয় নেতাকর্মীরা বাউরা বাজারের হোমিওপ্যাথিক ডাক্তার লিটন ও সহিদার রহমানের দোকানে এবং বাউরা ইউনিয়ন জামায়তের সভাপতি নূরল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির মওলানার বাড়িতে চড়াও হন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। এ ব্যাপারে পাটগ্রাম থানায় অর্ধশতাধিক জামায়ত-শিবির নেতাকর্মীর নামে একটি মামলা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। এ দিকে জামায়ত-শিবির নেতা কর্মীদের মিছিলের পূর্বপ্রস্তুতির সংবাদে পাটগ্রাম ও বুড়িমারি স্থলবন্দর এলাকায় পুলিশের ব্যপক উপস্থিতি ল্য করা গেছে । নাশকতা সৃষ্টির আশংকায় পাটগ্রাম থানা পুলিশ গতকাল সন্ধায় গোলাম আজম(১৭) ও আবু রায়হান(১৮) নামে দুই শিবির কর্মীকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।

মন্তব্য করুন


 

Link copied