বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তরুনীকে ধর্ষণের অভিযোগ মনসুর আলম (২৩) নামে এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।
ঈদের ছুটিতে বাড়িতে আসলে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার ভানোর ইউনিয়নের গান্ডিকারী বাজার হতে বালিয়াডাঙ্গী থানার এসআই আজিজুল ইসলাম তাকে আটক করে।
বালিয়াডাঙ্গী থানা সুত্রমতে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের খতিবুর রহমানের মেয়ে ফারাজান আক্তার (২০) কে ধর্ষণের পর আত্মগোপন করে মনসুর। চাঞ্চল্যকর এ ঘটনার বিচার চেয়ে ফারজানা গত মার্চ মাসে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মনসুর ও তার ভাই মুসার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
সেই মামলার অভিযুক্ত আসামী মনসুরের বাড়ীতে একাধিকবার পুলিশ গেলেও সেনা সদস্য মনসুরের কর্মস্থল কিংবা তার সঙ্গে কোন রকম যোগাযোগের ঠিকানা দেয়নি তার এলাকার লোকজন ও তার ভাই মুসা।
অবশেষে পুলিশ চেষ্টা চালিয়ে গত রবিবার রাতে তাকে বাড়ীর পার্শ্বে গান্ডিকারী বাজার হতে আটক করে।
বালিয়াডাঙ্গী থানার তদন্ত অফিসার মিজানুর রহমান জানান, মনসুরকে আটক করার পর রংপুর বিভাগীয় মিলিটারী পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে মনসুরকে তাদের হাতে তুলে দেওয়া হবে। যেহেতু মনসুর একজন সেনাসদস্য সে কারণে বিষয়টি বালিয়াডাঙ্গী থানা কর্তৃপক্ষ ও রংপুর মিলিটারী পুলিশ কর্তৃপক্ষ তদন্ত করবে।