আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

ডিমলার ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যানদের প্রতারণার চেষ্টা

সোমবার, ১৪ আগস্ট ২০১৭, রাত ১০:৪২

বিশেষ প্রতিনিধি ১৪ আগষ্ট॥ নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমের সরকারি ও ব্যাক্তিগত মুঠোফোন নম্বরের সঙ্গে মিলিয়ে ক্লোন করে সেই নম্বর দিয়ে বেশী করে চাল বরাদ্দ দেয়ার নামে ইউপি চেয়ারম্যানদের প্রতারণার চেস্টা করা হয়েছে। প্রতি ইউপি চেয়ারম্যানকে অতিরিক্ত ২০ মেট্রিকটন করে চালের ডিও লেটার দেয়া হবে জানিয়ে একটি বিকাশ নম্বর দিয়ে ২০ হাজার করে টাকা দাবি করা হয়। এ ঘটনায় আজ সোমবার (১৪ আগষ্ট) বিকালে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ডিমলা থানায় একটি জিডি করেছে। ডিমলা উপজেলার তিস্তা নদীর বন্যা কবলিত পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি. ঝুনাগাছ চাঁপানী ও খালিশাচাঁপানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের নিকট মোবাইলে কথা বলে প্রতারক চক্র। এলাকায় চলছে বন্যা। সরকারীভাবে ত্রাণের বরাদ্দ দিয়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন কার্যক্রম চলছে। এই সময়কে পূঁজি করে প্রতারকচক্র মাঠে নেমেছে বলে ধারনা করা হচ্ছে। ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান জানান, দুপুরে ও বেলা ৩টায় দুই দফায় তাকে মোবাইল করা হয় ডিমলা উপজেলার ইউএনও সরকারী ও ব্যাক্তিগত নম্বর দিয়ে। তাকে বলা হয় আমি ইউএনও বলছি, (০১৮৩-৬২৪৫৫১১) নম্বরে ২০ হাজার টাকা বিকাশ করুন। আপনার ইউনিয়নে বন্যাত্বদের জন্য ২০ মেট্রিকটন চাল অতিরিক্ত বরাদ্দ দেয়া হবে। ইউপি চেয়ারম্যান কন্ঠটি ইউএনও নয় বুঝতে পেরে তাৎক্ষনিকভাবে বিষয়টি ডিমলা ইউএনওকে অবগত করেন। পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, খালিশাচাঁপানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন জানান তাদের কেও দুই দফায় মোবাইলে একই কথা বলা হয়। তারা বুঝতে পেরে প্রতারক চক্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে প্রতারকচক্র মোবাইল লাইন কেটে দেয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান ইউপি চেয়ারম্যানদের নিকট এমন অভিযোগ পেয়ে থানায় জিডি করেছি। তিনি বলেন আমার সরকারী ও নিজস্ব গ্রামীনফোনের মোবাইল নম্বর দুইটি চালু আছে। যা দিয়ে আমি বিভিন্নজনের মোবাইল রিসিভ করছি ও কথা বলছি। সেখানে কিভাবে প্রতারক চক্র আমার সরকারী ও নিজস্ব নম্বর ব্যবহার করে ইউপি চেয়ারম্যানদের প্রতারনার অপচেষ্টা করেছে তা বুঝে উঠতে পারছিনা। এ ব্যাপারে তিনি দেশের বিভিন্ন স্থানে বন্যাত্ব এলাকার সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সজাগ থাকতে আহবান জানান।

মন্তব্য করুন


 

Link copied