আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

ব্যস্ততা বেড়ে গেছে রংপুরের কামারদের

বুধবার, ৩০ আগস্ট ২০১৭, দুপুর ১২:৩১

সরেজমিনে কামারদের দোকানে গিয়ে দেখা যায় তাদের এই কর্ম ব্যস্ততার চিত্র।

কথা হয় কামার শিল্পের সাথে জড়িত কামার দিলিপ রায় (৬৫) সাথে,তিনি উত্তর বাংলাকে জানান:আসন্ন ঈদ কে সামনে রেখে আমার দোকানে কর্ম ব্যস্ততা অনেক গুনে বেড়ে গেছে।এ মুহুত্যে দম ফেলার সময় নেই।পাইকারি ব্যবসার সাথে সাথে স্থানীয় ক্রেতাদের অসংখ্য অর্ডার রয়েছে।বছরের এই সময়টা বেচা কেনা খুব বেশি হয়।

কর্মচারী ধীরেন রায় বলেন,ঈদকে সামনে রেখে দম ফেলার সামান্য ফুসরত নেই।কারণ এই সময়ের রোজগার দিয়েই প্রায় সারা বছর চলতে হবে।বছরের বাকি দিন গুলোতে রোজগার অর্ধেকে নেমে আসবে।

লোহার তৈরী জিনিস পত্রের খুচরা ব্যবসায়ী শাহীন মিয়া জানান,বিশেষ করে ঈদের সময়টাতে দিলিপ কামারের কাছ হতে পাইকারি দা,ছুরি,বটি,সহ অন্যান্য নানা ধরনের মাল ক্রয় করে বাজারে বিক্রি করি।এতে আমার ব্যবসা ভালোই হয়। কামার পল্লিতে দা,বটি,ছুরি কিনতে আসা ওমর ফারুক জানান:সামনে কোরবানির ঈদ।কোরবানি করতে দা,বটি,ছুরি প্রয়োজন হয়।এ কারণে এগুলো কিনতে এসেছি।তবে বরাবরের তুলনায় এবারে এ জিনিস গুলোর দাম একটু বেশী মনে হল।

মন্তব্য করুন


 

Link copied