কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক কলেজছাত্রীকে বাসায় আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মেয়েটির বাবা রাজিবপুর থানায় মামলা করার পর আল আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার একটি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে খোরশেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে খোরশেদ আলী মেয়েটিকে ফোনে ডেকে একই গ্রামের আরিফুল ইসলামের বাড়িতে নিয়ে যায়।
সেখানে খোরশেদ ও তার পাঁচ বন্ধু মিলে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে খোরশেদের বন্ধু আল আমিন ও আরিফুল তাকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ফেলে আসে। মেয়েটিকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানান্তর করা হয়।
ওই ঘটনার পর বুধবার ছয়জনকে আসামি করে নির্যাতনের শিকার মেয়েটির বাবা মামলা করেন। পরে একজনকে গ্রেফতার করে পুলিশ।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার বলেন, এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।