ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ সেপ্টেম্বর॥ মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের গনহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে সৈয়দপুরে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআত, নীলফামারী জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে শতশত মুসল্লি জিআরপি চত্ত্বরে এসে একত্রিত হয়ে মিছিল শুরু করে।
হাজারো বিুদ্ধ জনতা মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে পুনরায় জিআরপি চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলিমদের উপর মায়ানমার সরকারের বর্বর নির্যাতন ও হত্যাকান্ড বন্ধের দাবী জানান।
সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি সুফি গোলাম জিলানী কাদেরী, সাধারন স¤পাদক গোলজার আহমেদ আশরাফি, মুফতি মো: নজরুল ইসলাম আশরাফী, মাওলানা রেজোয়ান আল কাদেরী, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আব্দুল খালেক সাব্বু প্রমুখ বক্তব্য রাখেন।