আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

দিনাজপুরে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানের হিড়িক

সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮, সকাল ০৯:১২

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানের হিড়িক পড়েছে। এ বিষয়টি যেমন ভালো দিক তেমনি খারাপ দিক বিবেচনা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামীলীগের জন্য সুখবর হলেও ভোটের রাজনীতিকে কতটুকু প্রভাব ফেলবে তা দেখার বিষয়। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত তা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন, রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামীলীগের প্রার্থী দিনাজপুর-৩ (সদর) আসনে বর্তমান এমপি হুইপ ইকবালুর রহিমের মধ্যমে গত এক সপ্তাহে আওয়ামীগে যোগদান করেছে কমপক্ষে পাঁচ হাজার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এর মধ্যে শ্রমিক দলের নেতা জেলা মোটর পরিরহন শ্রমিক ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদকসহ দুই হাজার শ্রমিক আনুষ্ঠানিকভাবে এমপি হুইপ ইকবালুর রহিমের মধ্যমে যোগ দেয় আওয়ামীলীগে। এছাড়াও কয়েকজন পৌর কাউন্সিলরও যোগ দেন আওয়ামীলীগে। তারা প্রত্যেকেই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। অন্যদিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনের এমপি খালিদ মাহমুদ চৌধূরী’র মাধ্যমে গত এক সপ্তাহে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কমপক্ষে দুই হাজার নেতা-কর্মী যোগ দিয়েছেন আওয়ামলীগে। বিএনপি’র ধবংস রাজনীতি থেকে আওয়ামীলীগের উন্নয়নের রাজনীতিকে বিএনপি’র নেতা-কর্মীরা যোগ দিচ্ছে বলে জানাচ্ছেন,আওয়ামীগের নেতারা। বর্তমানে নৌকার জোয়ারের স্্েরাতে তারা যোগ দিচ্ছে,সরকারের উন্নয়নের ধারাকে গতিশীল করতে এমনি মন্তব্য আওয়ামীলীগ নেতাদের। অন্যদিকে বিএনপি’র নেতারা বলছেন,ধর-পাকড়াও আর গ্রেফতার-নির্যাতন এড়াতে বিএনপি’র কিছু নেতা-কর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছে। প্রকৃত পক্ষে তারা বিএনপি’র রয়েছে। উপরে নৌকা বললেও ভেতরে ভেতরে ধানের শীর্ষ। ৩০ তারিখেই তা বলে দিবে তারা কার। ধানের শীর্ষেও বিজয় নিশ্চিত বলে দাবী করছেন তারা।

মন্তব্য করুন


 

Link copied