স্টাফ রিপোর্টার,নীলফামারী ৮ জানুয়ারী॥ নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী এবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে। তিনি আজ মঙ্গলবার(৮ জানুয়ারী) বিকালে এলাকাটি পরিদর্শনের পাশাপাশি নিজ উদ্যোগে ব্যাক্তিগত ভাবে ওই সকল পরিবারকে সহায়তাও প্রদান করেন।
গত রবিবার (৬ জানুয়ারী) দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হলে সেখানকার ১৯টি পরিবার তিগ্রস্থ হয়। ওই সকল পরিবারকে লাভলী প্রতি পরিবারকে ১৫ কেজি করে চাল, দুইটি করে কম্বল ও দুইটি করে গোসল করার সাবান প্রদান করেন। এ সময় তার সাথে জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না রায় ময়না উপস্থিত ছিলেন।
অপর দিকে ওই সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারী অনুদানও প্রদান করা হয়। সরকারের ত্রান তহবিল হবে অগ্নিকান্ডের ঘটনার দিন বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া সরকারী ওই অনুদানের মধ্যে তিনটি করে কম্বল ও নগদ তিন হাজার করে টাকা প্রদান করেন প্রতিটি পরিবারকে। এ ছাড়া ওই সকল পরিবারকে আগামী কয়েকদিনের মধ্যে ঘর তৈরীর ঢেউ টিন ও ৩০ কেজি করে চাল প্রদান করার কথা রয়েছে সরকারী অনুদান হিসাবে।