পাবনা: পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী শরিফ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এরই জেরে গতকাল দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় শরীফ গ্রুপের অরিনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় ভাঙচুর করা হয় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে