শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুর সদরসহ ৫টি উপজেলায় বিভিন্ন গ্রামের ২ হাজার পরিবার আজ পবিত্র ঈদুল ফিতরের নামায আদায় করেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈমাম মতি করেন মাওলানা সাইদুর রহমান । শহরের বিভিন্ন মহল্লা থেকে আগত প্রায় তিন শতাধিক মুস্ল্লী এখানে নামাজ অংশ নেয়।
এদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার,বালান্দর,কাহারোল উপজেলার জয়নন্দহাট, মুকুন্দপুর, গড়েয়াবাজার মাঠ, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ডেম মাঠ খানসামার পাকেরহাট,বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদ্রাসা মাঠে এবং জোতবানি ইউনিয়নের খয়ের বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করে আরো প্রায় দু’হাজার পরিবার।