মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী(দিনাজপুর)থেকে: দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ানের মাছুয়াপাড়া গ্রামে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুরা শিশুরা হলেন আঁখি মনি,পিতা মোঃ হামিদুল ইসলাম ও আনফি খানম রজনী পিতা মোঃ আইয়ুব আলী।
এলাকাবাসী সুত্রে জানান, সমবয়সী তিন কন্যা শিশু সুমাইয়া আক্তার আঁখি,তাছফিয়া আক্তার তাবাসুম ও আনফি খানম রজনী খেলার ছলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে নামে সেখানে সুমাইয়া আক্তার আঁখি ও আনফি খানম রজনী গভীর পানিতে নেমে ডুবে যায়। সেখানে থাকা তাছফিয়া আক্তার তাবাসুম চিৎকার করলে পাশের জমিতে গরু বাঁধতে আসা আঁখি মনির মা ও বাবা দৌড়ে এসে তাদেরকে নদী থেকে উঠিয়ে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন। ফুলবাড়ী থানার এস আই কমল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।