বিনোদন ডেস্ক: সিরিয়াল কিলার বলে যেমন একটা শব্দ আছে ঠিক তেমনি বলিউডে সিরিয়াল কিসার বলেও একটা শব্দ তৈরী হয়েছে। আর যার সঙ্গে এই শব্দটি পুরোপুরি মানিয়ে যায় তিনি হলেন বলিউড হিরো ইমরান হাশমি। তিনিই তো বলিউডের একচেটিয়া চুমুখোর! তবে ইমরানের অস্তিত্ব নিয়ে এবার সংশয় দেখা দিচ্ছে! কিন্তু কেন? একজন বিদেশিনী যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ইমরানের দিকে- ছবিতে সর্বাধিক চুমু খেয়ে গিনেস বইয়ে নাম তুলবেন তিনি! নামটি তার বীণা মালিক।
বীণার মতে- তিনিই হতে চলেছেন বলিউডের নতুন কিসিং স্টার। বীণার পরবর্তী ছবি, যাকে ঘিরে নায়িকার এই বক্তব্য, তার নাম ‘আ সিটি দ্যাট নেভার স্লিপস।’ ছবিটির পরিচালনায় হারুন রশিদ।
এই ছবি ঘিরেই বীণার স্বপ্ন এখন পাহাড় সমান। আর সেই সব স্বপ্নের গভীরতা কতটা, সেটা নিজের বক্তব্যের একটা ছোট্ট অংশ দিয়েই বুঝিয়ে দিলেন তিনি। বললেন, প্ল্যান করেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলার, একই ছবিতে সর্বাধিক চুমু খেয়ে! এই ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডের প্রচেষ্টা সার্থক হবে কিনা জানা নেই, তবে এই কথার সূত্র ধরেই বীণা জানালেন যে, তিনি মনে করেন চুমু ভালবাসা প্রকাশের খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি মাধ্যম। এখানেই অবশ্য থেমে থাকছেন না নায়িকা। জানাচ্ছেন, চুমু দিয়ে এই পৃথিবীর সমস্ত রোগ নিরাময় করা যায়।
বীণার বক্তব্যে ইমরান হাশমি ঠোঁট গুটিয়ে পালাবেন কিনা তা ছবি মুক্তির পরই বলা যাবে। এবার তাহলে বীণার পালা, দেখা যাক তার চুমুর জোর কতখানি!