শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টেফিন মূরমূ এবং অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে ৩ লাখ ২৩ হাজার ২’শ ৮০ টাকা আত্বসাতের অভিযোগে আটক করেছে দিনাজপুর দূনীতি দমন কমিশন।
দিনাজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানায়,স্টেফিস মূরমূ ও মোস্তাফিজুর রহমান যোগ সাজস করে স্বাক্ষর জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে সমাজসেবা অধিদপ্তরের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা আত্বসাত করে। আজ সকালে তাদের কে আটক করা হয়। এ বিষয়ে একটি মামলা হয়েছে। মামলা নং ২, তারিখঃ ১০.০৭.২০১৯। ধারা ১৯৭৪ সালের ২ নং দূনীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা।
আটককূতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার (৫৫) প্রেরণ করা হয়েছে জেল-হাজতে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে তার নিজস্ব কার্যালয় থেকে তাকে আটক করে দিনাজপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশন(দুদক) অভিযান চালিয়ে তাকে আটক করে।