আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কমলো সোনার দাম       রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন      

 width=
 

রসিক নির্বাচনে ইভিএম ব্যবহার হবে

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১২, বিকাল ০৭:২৩

সেন্ট্রাল ডেস্ক: ভোটের মাত্র এক সপ্তাহ আগে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, রংপুর সিটি করপোরেশনে অন্তত মহিলাদের জন্য সংরক্ষিত একটি ওয়ার্ডে (তিন ওয়ার্ড নিয়ে) ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। তবে যন্ত্রে ত্রুটি দেখা দিতে পারে বলে শঙ্কাও রয়েছে তার, সেজন্য প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারও রাখা হবে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি। আগামী ২০ ডিসেম্বর নতুন সিটি কর্পোরেশন রংপুরে প্রথম নির্বাচন হবে। এই সিটি করপোরেশনে দেশীয় উৎপাদিত ব্যাটারিসহ ইভিএম ব্যবহার নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। কমিশনার জাবেদ আলী বলেন, “এখনো আমরা ইভিএম ব্যবহারের চেষ্টা করছি। আজ-কালের মধ্যে নির্বাচনী এলাকায় যন্ত্র পাঠানো হচ্ছে। ইসির নিজস্ব কর্মকর্তারা সরেজমিন পর্যালোচনা করে ইভিএমের ব্যাটারি পরীক্ষা-নিরীক্ষা করে কোন ওয়ার্ডে ইভিএম হবে, তা নির্ধারণ করবে।” অতীতে চারটি নির্বাচনে ইভিএম ব্যবহার সরাসরি বুয়েটের তত্ত্বাবধানে হলেও এবার ইসি সচিবালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের তদারকিতে তা হচ্ছে।  ইভিএম নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিতে ব্যালট পেপারের ব্যবস্থাও থাকছে বলে জানান জাবেদ আলী। “আমরা রংপুরে অনেক কিছু করতে চেয়েছি। এখন ইভিএমে নিজস্ব লোক দিচ্ছি। তবে দেশীয় ব্যাটারি যে কোনো সময় ঝামেলা দিতে পারে। কোনো কেন্দ্রে ভোট ইভিএমে সম্ভব না হলে তাতে ব্যালট পেপারে পরবর্তীতে ভোট নেয়া হবে।” এক সপ্তাহ সময় থাকলেও স্বল্প সময়ে ওয়ার্ড নির্ধারণ করে সংশ্লিষ্ট এলাকায় প্রচারণা ও মক ভোটিং (মহড়া) সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন


 

Link copied