আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

"তিস্তা নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই"

শনিবার, ২৭ জুলাই ২০১৯, বিকাল ০৬:০৬

 স্টাফ রিপোর্টার: বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে তিস্তায় পানি দিয়ে মানুষকে ডুবে মারছে, ‘আবার খরস্রোতের সময় পানি আটকে রেখে শুকিয়ে মরুভূমি করে ফেলেছে। তিস্তার মানুষকে দুইবার মারে এই সরকার। তবুও তিস্তা নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই, ‘এই সরকার এসব নিয়ে ভাবে না। এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই! গরিব মানুষের সরকার নয়! শনিবার( ২৭ জুলাই) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার-২ বাঁধে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে লংমার্চ করেছে বিএনপি। ধান-চাল দাম কমে দিয়ে মেহনতি কৃষকদের ব্যাপক ক্ষতি করেছে এই জুলুম-নির্যাতন সরকার। ‘বিএনপির নেতাকর্মীদের ছেলে ধরা বানিয়ে জেলে ভরে রাখছেন। তারপরও বিএনপি মানুষের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি'র কর্মসূচি চলছে। আমরা সারাদেশে সমাবেশ করছি। আন্দোলন করে তো তাকে মুক্ত করা যাবে না। জনগণহীন এ সরকার জবরদস্তি করে ক্ষমতায় বসে আছে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তবে তাকে মুক্ত করা হবে। জনগণহীন এ সরকার জবরদস্তি করে ক্ষমতায় বসে আছে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তবে তাকে মুক্ত করা হবে। মির্জা ফখরুল আরো বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে পাকিস্তানীদের কাছে দেশকে স্বাধীন করেছি। আজকে হানাদার বাহীনির চেয়ে খারাপ, এই দানব সরকার জীবনভর আত্যাচারের থেকে পেতে খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বিএনপি। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল, রোকন উদ্দিন বাবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। বিএনপি'র পক্ষ থেকে লালমনিরহাটে দুইটি স্থানে মোট এক হাজার দুইশ’ পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।পরে নেতাকমীদের নিয়ে কুড়িগ্রাম জেলায় ত্রাণ বিতরন করতে রওহনা হয় মির্জা ফখরুল।

মন্তব্য করুন


 

Link copied