পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের এক মাসের মধ্যে মেহেদীর রং শুকানোর আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোল বানু আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে। গোলবানু আক্তার জয়কৃষ্টপুর (তাজপুর) গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী ও দক্ষিন চাপোর গ্রামের আব্দুল গনির মেয়ে।
বুধবার সকালে সাধারণ জ্বর মনে করে পীরগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডেঙ্গুর লক্ষন দেখতে পেয়ে দিনাজপুর মেজিকের কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন পীরগঞ্জ সাস্থ্য মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে গোলবানু আক্তারের বাবা আব্দুল গণি বলেন, দিনাজপুর মেডিকেলে যাওয়ার পথে গোলবানুর মৃত্যু হয়। আমরা কেউ বুঝতে পারিনি গোলবানুর ডেঙ্গু জ্বর হয়েছিল।এ ব্যপারে পীরগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ আসমাউল ইসলাম বলেন, রোগী হাসপাতালে ভর্তি হয়নি আমরা ডেঙ্গুর লক্ষন দেখে রোগী কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেই।
সাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে,চলতি বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক (৭ হাজার ৪৫০ জন) নারী,পুরুষ ও শিশু ডেঙ্গেু আক্রান্ত হয়েছেন। এর আগে ২০০২ সালে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জনের আক্রান্ত হওয়ার রেকর্ড ছিল। তবে ডেঙ্গুতে মৃতের সংখ্যায় এখনও ২০০০ সালের ৯৩ জনের মৃত্যুর রেকর্ডই সবৃাধিক।চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।