স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মানিক মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার(৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দীঘিরহাট হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক কুড়িগ্রাম পলিটেকনিক ইসস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র। সে দক্ষিন গড্ডিমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজ ছাত্র মানিক মিয়া বাইসাইকেলে করে বাজারে যাচ্ছিল। উপজেলার দীঘিরহাট হেলিপ্যাড এলাকায় যাওয়ার পর বুড়ীমারী থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক পাথরবোঝাই ট্রাকটি ধরার চেষ্টা করা হচ্ছে।