বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ীর গুয়াডহরী এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ফকির পাড়া গ্রামের মৃত রন্জু মিয়ার পুত্র মাহী (১৪) ও বড় চাপড়া গ্রামের মৃত খোকার ছেলে রায়হান (৩০)। এছাড়াও আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মণ্ডল এ খবর নিশ্চিত করেছেন।