আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

ভর্তি পরীক্ষা উপলক্ষে বেরোবি ছাত্রলীগের নানান উদ্যোগ

শনিবার, ৯ নভেম্বর ২০১৯, রাত ০৯:১১

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামীকাল থেকে শুরু হওয়া স্নাতক ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ সেবা টিমসহ নানান সেবামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া। তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থীদের আসা দূরপাল্লার বাসে কিংবা অন্যান্য যানবাহনে কোন প্রকার চাদাবাজি যাতে হয় সেদিকে সুনজর রাখবে ছাত্রলীগ। প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগ এসব পরিবহন তদারকি করবে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দুই আবাসিক হলে বা মেসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেন কোন প্রকার শারীরিক বা মানসিক হেনস্থার শিকার না হয় সে জন্য ছাত্রলীগের পক্ষ থেকে দুই হলে দুটি তদন্ত টিম কাজ করবে। কোন প্রকার র‍্যাগিং বা নির্যাতন কোনভাবেই বরদাশত করা হবেনাম এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি পোমেল বড়ুয়া এবং শহীদ মুখতার এলাহী হলের সভাপতি হাসান আলীর নেতৃত্বে ওই দুই হলে থাকার বিশেষ ব্যবস্থা এবং তিনবেলা ডাইনিং স্বল্পমূল্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি-ইচ্ছুক ও অভিভাবকরা সেখানে তিনবেলা খেতে পারবেন। হলসমুহে কোন প্রকার শীট বা নোট সরবরাহের বিনিময়ে আর্থিক লেনদেন করতে দেওয়া হবেনা। ভর্তি পরীক্ষায় জালিয়াতির যে কোন পদক্ষেপ শক্ত হাতে প্রতিরোধের ঘোষণা দেন তিনি। এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে খাবার ও দোকানে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে ব্যবসায়ী সমিতিকে ছাত্রলীগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, যারা ভর্তি পরীক্ষা দিতে আসছেন তারা সবাই বিশ্ববিদ্যালয়ের একটা অংশ।তাদের নিরাপত্তাসহ সকল প্রকার সুযোগ সুবিধায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক হয়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে কয়েকটি টিম তৈরী করা হয়েছে যারা তাৎক্ষণিক সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। এ সময় শহীদ মুখতার এলাহী হল শাখা ছাত্রলীগ সভাপতি হাসান আলী, ছাত্রলীগ নেতা জাকারিয়া জাকির, জুয়েল আহমেদ, তানভির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied