কচাকাটা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ একটি সেতুর অভাবে সারা বছর হাটবাজার নিত্যদিনের কাজ সহ শিক্ষার্থীদের প্রতিনিয়ত পারাপার করতে হচ্ছে ঝুকিপূর্ণভাবে। গ্রাম্য দানদক্ষিনায় নির্মিত হয় চলাচলের জন্য দুটি বাঁশের নাম মাত্র সাকো। বর্ষা মৌসুমে কাজ হয়না এধরনের সাকোয় তাই পারাপারের মাধ্যম হয় ভেলা। এতে নিদারুন কষ্টে পরতে হয় বিদ্যালয়গামী শিক্ষার্থীদের। কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার ও বলদিয়া ইউনিয়নের চর বিঞ্চুপুড় ও চর সতিপুড়ি গ্রামের প্রায় ছয় হাজার লোকের বসবাস। বাসিন্দারা বছরের পর বছর এভাবেই কষ্টে যাতায়াত করে থাকে। এ চর বাসিন্দারা চার দিক থেকে দুধকুমর নদী দ্বারা বেষ্টিত কোন দিকেই বেরুনের সড়ক পথ নেই। এক মাত্র নিকটতম স্থলভাগ হচ্ছে কেদার ইউনিয়নের সুবল পাড় বাজার রোড। চরে কোন প্রকার বিদ্যালয় নেই তাই চরের শিক্ষার্থীদের নদী পার হয়ে সুবলপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুবলপাড় উচ্চ বিদ্যালয়ে পড়তে হয় । এহেন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ষা মৌসুমে বিদ্যালয় বন্ধ করে দিতে হয় শিক্ষার্থীদের। অন্যদিকে জরুরী চিকিৎসা সেবা পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে এ চরের বাসিন্দাদের। কৃষি নির্ভর এ চরটির কৃষি পণ্য ন্যায্য মূল্যও পায়না কৃষকেরা একমাত্র যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায়। চরবাসী সরকারের আসুদৃষ্টি কামনা করে একটি সেতু নির্মাণের।