আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

রংপুর বিভাগে নতুন বছরের প্রথম দিনে ৪ কোটি বই বিতরণ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯, রাত ১০:১৪

মমিনুল ইসলাম রিপন: আগামীকাল বুধবার বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে রংপুর বিভাগের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে নতুন বই তুলে দিবেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে/ প্রাঙ্গনে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান । এ সময় প্রতিবন্ধীসহ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। পরে বিভাগীয় নগরী রংপুর রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধাপ চিকলিভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে নতুন বই তুলে দেয়া হবে । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল এবং প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় দপ্তর এঅনুষ্ঠানের আয়োজন করেছে। রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫৪ লাখ ৮৮ হাজার ৮১১জন শিক্ষার্থীর মাঝে ৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৫৭৫ টি নতুন বই বিতরন করা হবে।

প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এবার রংপুর বিভাগের ৮ জেলায় মাধ্যমিকে ১৪ লাখ ১৮ হাজার ৮৪৪জন শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ৪৩৪টি, দাখিলে৩ লাখ ৩৫ হাজার ৬৮৭জন শিক্ষার্থীর মাঝে ৫১ লাখ ৯ হাজার ৪৬৫, ইবতেদায়ীতে ৪ লাখ ১০ হাজার ১৪ জন শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ ১৪ হাজার ৪৩৮, এসএসসি ভোকেশনালে ৪৬ হাজার ৮৮১জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ১৯ হাজার ৪১৪, দাখিল ভোকেশনাল ৩ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ হাজার ২৫০, কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৪৮ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৫৭ হাজার ৭১২ বই বিতরন করা হবে। এছাড়া প্রাথমিকে ৩২ লাখ ২৪ হাজার ৬১৪ শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হবে ১ কোটি ৭৪ হাজার ৮৬২ টিরও বেশি বই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক অফিস জানিয়েছে , রংপুর বিভাগের সকল বিদ্যালয়ে বই পাঠানো হয়েছে।

এদিকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজাহান সিদ্দিকী জানান রংপুর জেলায় ৪ লাখ ৭৪ হাজার ৯৮৭ শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হবে ২১ লাখ ৩৯ হাজার ৩০ টিরও বেশি বই। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ৮ হাজার ১২৫ শিক্ষার্থী পাবে ৪ লাখ ৮৩ হাজার ৭৫ টি নতুন বই,বদরগঞ্জ উপজেলায় ৪৪ হাজার ১০০ শিক্ষার্থী পাবে ২ লাখ ৬ হাজার ৫০০ টি, তারাগঞ্জ উপজেলায় ২৪ হাজার ৫১৯ শিক্ষার্থী পাবে ১ লাখ ১৬ হাজার ৩৫৫ টি, গংগাচড়া উপজেলায় ৫৩ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ২ লাখ ৫১ হাজার ৭০০ টি, কাউনিয়া উপজেলায় ৩৮ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ১ লাখ ৮০ হাজার টি, পীরগঞ্জ উপজেলায় ৬৫ হাজার ৮০০ শিক্ষার্থী পাবে ৩ লাখ ৭ হাজার ২০০ টি, পীরগাছা উপজেলায় ৫৪ হাজার শিক্ষার্থী পাবে ২ লাখ ৫৩ হাজার ৫০০ টি এবং মিঠাপুকুর উপজেলায় ৭২ হাজার ৯০০ শিক্ষার্থী পাবে ৩ লাখ ৪০ হাজার ৪০০ টি নতুন বই ।

রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম জানান মাধ্যমিকে ২ লাখ ৬০ হাজার ২৬০ জন শিক্ষার্থীর মাঝে ৩৭ লাখ ৬৬ হাজার ৪২৮ টি, দাখিলে ৬১ হাজার ৯৩৪ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৮৯ হাজার ৬১১, ইবতেদায়ীতে ৭৫ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৩৬ হাজার ১০০, এসএসসি ভোকেশনালে ৭ হাজার ১০২জন শিক্ষার্থীর মাঝে ৯২ হাজার ৩২৬, দাখিল ভোকেশনাল ২১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ১২০ এবং কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৮ হাজার ২২ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ হাজার ৫৪টি বই বিতরন করা হবে।

মন্তব্য করুন


 

Link copied