দিনাজপুরের বীরগঞ্জে মোস্তফা কামাল নামে এক সাংবাদিকের বাসায় ডাকাতি হয়েছে। এসময় ডাকাত দলের ককটেল বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাতে প্রাচীর টপকে ৮/১০ জনের একটি ডাকাত দল মোস্তফা কামালের বাসায় প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার ও ৬ হাজার টাকা লুট করে। এ সময় এলাকার লোকজন টের পেয়ে ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাত দল ৩টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে মোস্তফা কামাল, তার ভাই জুয়েল, বোন পারভীন ও জুলেখা এবং প্রতিবেশী আমিনুল আহত হন।
মোস্তফা কামাল দিনাজপুরের দৈনিক উত্তরা ও দৈনিক প্রথম খবরের বীরগঞ্জ প্রতিনিধি। তিনি বীরগঞ্জ সুজালপুর ইউনিয়নের ভাদুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম সিদ্দিকী জানান, ডাকাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।