আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি      

 width=
 

দিনাজপুরে করোনায় একজনের মৃত্যু; উপসর্গ নিয়ে মৃত্যু আরেকজনের

শুক্রবার, ২৬ জুন ২০২০, রাত ১০:১৯

করোনা আক্রান্ত হয়ে বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর ছেতেরা এলাকায় জয়নাল আবেদীন (৪৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে আজ। তিনি ৪/৫ দিন ধরে জ্বর-সর্দি-কাশি এবং গলাব্যাথায় ভুগছিলেন। ২৩ জুন তার করোনা পরীক্ষার জন্য পিসি আর ল্যাবে নমুনা দেয়া হয়। আজ সকালে তার মৃত্যু হলে রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আরও ৮ জন আক্রান্ত সনাক্ত হয়েছে বলে এ প্রতিবেদক শাহ আলম শাহীকে জানিয়েছেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মোঃ. আব্দুল কুদ্দুস। তিনি জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জেলার নমুনা পরীক্ষা করে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদরে ২ জন, খানসামায় ৩ জন, কাহারোলে একজন এবং চিরিরবন্দরে একজন রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ৫৬৩ জন। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১১ জনের। আর করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের।

মন্তব্য করুন


 

Link copied