আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

রংপুরে ০৩ জন জ্বীনের বাদশা গ্রেফতার; ইয়াবা ও গাঁজা উদ্ধার

শনিবার, ২৫ জুলাই ২০২০, দুপুর ০৪:৫৮

সুত্রোক্ত মামলার ভিকটিম মোঃ আব্দুল গোফফার প্রধান (৬১) একজন অবসরপ্রাপ্ত হাইস্কুলের প্রধান শিক্ষক। গত ২৯/০৬/২০২০ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন মেডিকেল মোড়স্থ বিআরটিসি বাস কাউন্টারের সামনে হইতে আসামী ১। মোঃ মুরাদ খান @ ইঞ্জিনিয়ার মুরাদ (৪২), পিতা- মৃত মকবুল খান, মাতা- আক্তারী খানম, সাং- ইসলামবাগ আর.কে রোড, বাসা-৩০/১, রোড-২/২, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর, ২। মোঃ শাহিন (৩০), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- লালকুঠি, বাসা-ই/১, ৩য় কলোনী, থানা- দারুস সালাম, ডিএমপি, ঢাকা, এ/পি- সাং- ইসলামবাগ আর. কে রোড, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর, ৩। মোঃ মিরাজুল হাসান @ মিরাজ (৩০), পিতা- সাইফুল ইসলাম, সাং- আমাশু কুকরুল, থানা- পরশুরাম, আরপিএমপি, রংপুর সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী ভিকটিমকে বিভিন্ন ধরনের লোভ-লালসা ও ধর্মীয় ভীতি দেখাইয়া স্বল্পতম সময়ের মধ্যে অতি মুল্যবান স্বর্নের বার কিংবা প্রাচীন পিলারের নীচে থাকা ইউরেনিয়াম, যার মুল্য অনুমান ১৬০০০০০০০০০/- (এক হাজার ছয়শত কোটি) টাকা দেওয়ার লোভ দেখাইয়া ০১ নং আসামী ভিকটিমের নিকট ৪০ লক্ষ টাকা চায়। তখন ভিকটিম ও তাহার পরিবারের লোকজন অনেক কষ্ট করিয়া ১৯/১২/১৯ হইতে ২৮/০৬/২০২০ খ্রিঃ মধ্যে বিভিন্ন সময়ে সর্বমোট ৪০ লক্ষ টাকা ০১ নং আসামীকে প্রদান করেন। পরবর্তীতে ভিকটিমকে গত ২৯/০৬/২০২০ খ্রিঃ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় কৌশলে ০১ নং আসামী কোতয়ালী থানাধীন মেডিকেল মোড়স্থ বিআরটিসি বাস কাউন্টারের পার্শ্বে ডাকিয়া ০২ ও ০৩ নং আসামীর সহায়তায় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাসে করিয়া অপহরণ করিয়া রংপুর এবং সৈয়দপুর শহরের বিভিন্ন জায়গা নিয়ে রাখে। এই সংক্রান্তে ভিকটিমের স্ত্রী কোতয়ালী থানায় নিখোঁজ ডায়রী করিলে কোতয়ালী থানা পুলিশ পুলিশ কমিশনার আরপিএমপি, রংপুর মহোদয়ের দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব কাজী মুক্তাকী ইবনু মিনান মহোদয়ের কর্মপরিকল্পনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে এসআই/নিঃ মোঃ রফিকুল ইসলাম, এসআই/নিঃ মোঃ মজনু মিয়া, এসআই/নিঃ মোঃ মাসুদ রানা প্রামানিকসহ সঙ্গীয় অফিসারের সমন্বয়ে একটি চৌকস টিম গত ২৪/০৭/২০২০ তারিখ দুপুর অনুমান ০২.২৫ ঘটিকায় রংপুর মেডিকেল ক্যাম্পাসের মেডিকেল মোড় জামে মসজিদের উত্তরে চায়ের দোকানের সামনে ভিকটিমকে উদ্ধার পুর্বক উপরোক্ত আসামীগনকে গ্রেফতার করা হয়। এসংক্রান্তে ০৩ টি ১০০ টাকা মুল্যমানের নন-জুডিসিয়াল ষ্ট্যাম্প, ০১ টি মোটরসাইকেল ও ০১ টি পিতলের কলসি উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত বিষয়ে ভিকটিম এজাহার দায়ের করিলে সুত্রোক্ত মামলার রুজু করিয়া এসআই/নিঃ মোঃ মাসুদ রানা প্রামানিক এর উপর অর্পন করা হয়।

ঘটনা-২ ঃ গত ২৩/০৭/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ধাপ সর্দারপাড়া জনৈক জুয়েল রানা, পিতা- হাজী মোঃ আব্দুল রশিদ, সাং- ধাপ সর্দার পাড়া এর বাসায় ০৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট (যাহার ওজন ০.৮ গ্রাম, মূল্য অনুমান = ২৪০০/- দুই হাজার চারশত) টাকা ও ০৩ পুড়িয়া শুকনো গাঁজা (যাহার কাগজসহ ওজন ১০ (দশ) গ্রাম, মূল্য অনুমান- ১০০/-)টাকা উদ্ধারসহ তাকে এবং তার ভাড়াটিয়া মোঃ লাভলু মিয়া (৪৮), পিতা- মৃত ওবায়দুল হক, সাং- হেগটারী (হক বাজারের পশ্চিমে), থানা- হারাগাছ, এ/পি- সাং- ধাপ সর্দার পাড়া, থানা- কোতয়ালী, উভয় আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০(ক)/১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়।

মন্তব্য করুন


 

Link copied