ডেস্ক: প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।
আজ রবিবার (২৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ঢাকা থেকে দল এসে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত তিনটি বগি ও ইঞ্জিন উদ্ধার করে। এর পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রায়াল শেষে সকাল ৯টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত সোয়া ১১টার দিকে স্টেশন থেকে দেড় শ মিটার পশ্চিমে লাইনচ্যুত হয়। এঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ রবিবার সকাল সোয়া ৮টায় তিনটি বগি ও ইঞ্জিন উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রায়াল শেষে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে গতকাল শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন ও এর তিনটি বগি লাইনচ্যুত হয়।