বিজ্ঞপ্তি: ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ,রংপুর এর উদ্যোগে ২৭ অক্টোবর সকাল১১টায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে রংপুর হারাগাছ থানার ময়নাকুঠিতে মেট্রোপলিটন পুলিশ এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে নবম শ্রেণির এক শিক্ষার্থী গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,রংপুর মহানগরের আহবায়ক সাজু রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর জেলা সভাপতি জুগেশ ত্রিপুরা,সহ-সভাপতি প্রল্লাদ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রংপুর ইউনিট সভাপতি জিয়াউর রহমান জিয়া।সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সদস্য আহসানুল আরেফিন তিতু,বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সভাপতি গোলাপি বেগম প্রমুখ। বক্তরা বলেন,দেশের সব প্রান্তে নারী শিশু নিপীড়নের ঘটনা ঘটছে।এসব নারী নিপীড়ন-নির্যাতন বন্ধে পুলিশ প্রশাসন ব্যর্থ।এই পুলিশদের দ্বারাই আবার নারী ধর্ষণ -নির্যাতনের মতো ঘটনা ঘটছে, কোথাও পুলিশ ধর্ষক,নিপীড়কের সহযোগী।রংপুরের ঘটনার পর ভিক্টিমের পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে স্থানীয় প্রশাসন।আমরা উচ্চতর প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি সুষ্ঠু বিচারের স্বার্থে ভিক্টিমের পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে। হূমকি প্রদানকারী প্রশাসনের সদস্যদেরকেও বিচারের আওতায় আনতে হবে।সেইসাথে ধর্ষক এএসআই রায়হানুল ও তার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।