স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ আনন্দ শোভাযাত্রা আর আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে আজ মঙ্গলবার(২৭ অক্টোবর/২০২০) বেলা ১১টায় জেলা শহরের পৌর সুপার মাকেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করে জেলা যুবদল।
এর পর সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়েল সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম বাবলা, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব রেজাউদ্দৌলা রাশেদ, পৌর শাখার আহবায়ক তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খোকন, সদস্য সচিব আবু সাঈদ বাবু প্রমূখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।