আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

অন্যের লেখা নিজের নামে চালালেন বেরোবির উপাচার্য!

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, রাত ১০:৫৯

আওয়ামীলীগের এই নেতা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পিপলসনিউজ২৪.কম এর একটি লেখা শেয়ার করে বলেন- ‘আমার একটা লেখা কে হুবুহু নকল করা হয়েছে । এটি কোন ধরণের কাজ আমি বুঝতে পারছিনা । পুরো লেখাটিই আমার দুই দিন আগের একটি লেখার হুবুহু নকল যা বেশ কয়েকটি গণমাধ্যমে ভাইরাল হয়েছিল l শুধু আমার নামের জায়গায় অন্য ব্যক্তির নাম যুক্ত করা হয়েছে । এটি plagiarism অর্থাৎ চৌর্যবৃত্তি কিনা এই প্রশ্ন আমি আইনজ্ঞ এবং একাডেমিসিয়ান দের কাছে রাখলাম । plagiarism অর্থাৎ বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চৌর্যবৃত্তি সম্পর্কে যাদের কোন ধারণা নেই অথবা যারা স্বাভাবিকভাবেই নীতি নৈতিকতার কোন ধার ধারে না, তাদের পক্ষেই এই ধরণের কাজ করা সম্ভব।’

আওয়ামীলীগ নেতা সেলিম মাহমুদের পোস্টে কমেন্ট করে অনেকে এর প্রতিবাদ জানিয়েছেন। খাজা নিজাম উদ্দিন নামের একজন ব্যক্তি কমেন্টে বলেন- ‘ভাই, আপনার লেখাও যদি কপি করে! এসব কী হচ্ছে? আমার ক্যারিয়ার বিষয়ক লেখাও অনেক রথি মহারথিরা নিজের নামে চালিয়ে দিচ্ছেন। সেলিম ভাই, আপনি আইনের মানুষ। এটা নিয়ে কিছু করেন। অন্তত একটা নোটিশ পাঠান।’

জাকিরুল ইসলাম নামের এক ব্যক্তি কমেন্ট করে বলেছেন- ‘লেখাটি আমি ৫/৬ দিন একাধারে দেখেছি সেলিম মাহমুদের ফেইসবুক পেইজে সর্ব প্রথম। ভদ্রবেশি চৌর্যবৃত্তি অত্যান্ত নিন্দনীয় অপরাধ । ক্ষমার অযোগ্য তবুও ক্ষমা করে দেয়ার অনুরোধ করছি।’ মাহবুব আলম নামের অপর একজন কমেন্ট করে বলেন- ‘লেখা কপি করে জনসম্মুখে উপস্থাপন করে নিজেকে আপনার (সেলিম মাহমুদ) সমকক্ষ করার চেষ্টায় লিপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের কোন বার্তা নিজের নামে চালিয়ে দেওয়া আওয়ামী লীগের তথ্য চুরি করার শামিল নয় কি?

জুলহাস উদ্দীন নামের অন্য একজন কমেন্ট করে জানান- ‘এই ধরণের জঘন্য কাজ করে নিজের সৃষ্টিশীলতার ভাণ্ডার সমৃদ্ধ করার অপচেষ্টার প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রদর্শন করছি। হাসানুল মোর্শেদ ফাহিম নামের আরেকজন কমেন্ট করে বলেন- ‘নির্বাক হয়ে গেলাম! আপনার লিখাটা গত পরশুর। কম করে হলেও ৪/৫ টা অনলাইন নিউজ পোর্টালে দেখলাম। এটা তো সাক্ষাৎ জোচ্চুরি।’ ইমাম হোসাইন ইমন নামের অপর একজন কমেন্ট করেছেন- ‘এটা অগ্রহণযোগ্য ও নিন্দনীয় একটা বিষয়। কারো লেখার সময় ও যোগ্যতা না থাকলে কার্টিসি না দিয়ে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়া বড় ধরনের চৌর্যবৃত্তি ও গর্হিত অপরাধ।’

এ ব্যাপারে জানতে পিপলসনিউজ২৪.কমের হেড অব নিউজ জুবায়ের এমডি বলেন- উপাচার্য স্যারের প্রেস সহকারি লেখাটি আমাদের পাঠিয়েছেন, আমরা ছাপিয়েছি। যদি এ ব্যাপারে আরো কিছু জানার থাকে তাহলে উপাচার্য স্যারকে ফোন দেন। কিংবা সরাসরি প্রেস সহকারির সাথে কথা বলেন। তবে, প্রেস সহকারির নাম ও মোবাইল নাম্বার বলতে রাজি হয়নি পিপলসনিউজ২৪.কমের হেড অব নিউজ জুবায়ের এমডি।

অভিযোগের ব্যাপারে জানতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

মন্তব্য করুন


 

Link copied