ডেস্ক: গত ১০ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানা। বিয়ের খবর দেয়ার এক মাস পরই এবার জানালেন মা হওয়ার খবরও। বিয়ের খবর পরে জানালেনও গত বছরের ২৩ নভেম্বর বিয়ে করেছিরেন শার্লিন।
গত ১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্রসন্তানের মা হয়েছেন শার্লিন। শার্লিন নিজেই মা হওয়ার খবর নিশ্চিত করেছেন। সেই সঙ্গে নবজাতকের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। শার্লিনের ছেলের নাম রাখা হয়েছে ইয়াসিন এহসান। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
শার্লিনের গত বছর একটি আইটি কোম্পানির মালিক এহসানুল হকের সঙ্গে দুই পরিবারের সম্মতিতিই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শার্লিন ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় আসেন। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন।