গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় কিশোরী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) গণধর্ষণের শিকার কিশোরী থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, নারায়ণগঞ্জে একই বাসায় ভাড়া থাকার সুবাদে বরিশালের বাকেরগঞ্জের কিশোরীর সাথে গোবিন্দগঞ্জের আদূরীর পরিচয়। পরিচিত হওয়ায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ অক্টোবর আদুরীর সঙ্গে তাদের গোবিন্দগঞ্জের বাড়িতে বেড়াতে আসেন নির্যাতিতা কিশোরী। শুক্রবার আদুরী তার দুলাভাই সোহেল মিয়ার সঙ্গে ওই কিশোরীকে ঢাকায় পাঠান। শুক্রবার সকালে সোহেল ওই কিশোরীসহ মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করে। সোহেল রাতে অপরিচিত স্থানে নিয়ে গিয়ে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে গভীর রাতে তাকে বালুয়াবাজারে বাংলালিংক টাওয়ারের সামনে ফেলে রেখে চলে যায় সোহেল। খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শনিবার নির্যাতনের শিকার কিশোরী বাদী হয়ে অভিযুক্ত সোহেলসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় মামলা করে। এরপর অভিযান চালিয়ে আদূরী ও অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ। বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শনিবার বিকেলে গাইবান্ধা সদর হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।