লালমনিরহাট প্রতিনিধি: ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মজিবর রহমান(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার(২১ নভেম্বর) বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর মাষ্টারপাড়া গ্রামের মৃত কান্দুরা উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে রেইল লাইনের পার্শ্বে ছাগলকে ঘাস খাওয়াতে একটি খুঁটিতে বেঁধে রেখে আসেন। পরে রেইল লাইনের পাশে ছাগলটিকে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখলে কিছুক্ষণ পর ট্রেনের শব্দ পান মজিবর। পরে দৌড়ে ছাগলটিকে বাঁচাতে যায়। এ সময় লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের আন্তনগর ট্রেনটি ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভোটমারী স্টেশন মাষ্টার ও রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ পাঠানো হয়েছে।