আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, বিকাল ০৫:০৭

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ নভেম্বর বিকেলে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্বপালন করার সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন লিমন রহমানকে সংঘবদ্ধভাবে ১০-১৫ জন পুলিশী পিটিয়ে ও লাথি মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় তাৎক্ষনিক রংপুরে কর্মরত সকল সাংবাদিকরা বিক্ষোভ করলে পুলিশ প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশসহ দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। টিসিএ ঘটনার ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করেছে। ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তারা দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা আন্দোলন কর্মসূচী পালন করলে আবারও প্রেসক্লাব, রিপোর্টাস্ ক্লাব, সিটি প্রেসক্লাব, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে দু’দিনের সময় নেয় পুলিশ প্রশাসন। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলে এখন পর্যন্ত তারা কোন সাংবাদিক সংগঠনের নেতা কিংবা টিসিএ’র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। এতে করে টিসিএসহ রংপুরের সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সেই ন্যায় বিচার নিয়ে সংশয়েরও সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকে দ্রুততম সময়ের মধ্যে ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, বিভিন্ন মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে প্রসংশিত হয়েছে। কিন্তু সাংবাদিকের উপর পুলিশী হামলার ঘটনায় কোন পদক্ষেপ না নেয়াসহ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় আমরা হতভম্ব হয়ে পড়েছি। সমাজের দর্পন হিসেবে সাংবাদিকদের আখ্যায়িত করা হলেও আজ তারাই বিচার পাচ্ছেন না। এমতাবস্থায় সাংবাদিকের উপর পুলিশী হামলা ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টাস্ ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাকিল আহমেদ, টিসিএ’র সভাপতি শাহ নেওয়াজ জনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, , সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, লিয়াকত আলী বাদল, মাহবুবুল ইসলাম, আফতাব হোসেন, সাজ্জাদ হোসেন বাপ্পী, সরকার মাজহারুল মান্নান, শফিকুল ইসলাম শফিক, এসএম পিয়াল, নুর হোসেন চাঁদ, ফরহাদুজ্জামান ফারুক, সাইফুল ইসলাম, কানিজ আফরিন কনাসহ টিসিএ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন


 

Link copied