বিশেষ প্রতিনিধি॥ দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সপ্তাহ দুই আগে পরিচ্ছন্ন নীলাভ আকাশের উত্তর পশ্চিম কোনে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা মিলেছিল বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বেশ কিছু জেলা হতে। এখন আকাশে মেঘ আর কুয়াশাচ্ছন্ন ছেয়ে কাঞ্চনজঙ্ঘা এখন ঢেকে গেছে। আকাশে কুয়াশার চাঁদর,সমতলে ঠান্ডা। দিন দিন পারদ নামছে উত্তরের রংপুর বিভাগের জনপথে। ভোরে ও সন্ধ্যার পর ঠান্ডা বেশ মালুম হতে শুরু করেছে।
উত্তরাঞ্চলের রংপুর বিভাগের জেলা গুলোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা পাল্লা দিয়ে লাফিয়ে কমছে। গড়ে এই অঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আজ শনিবার(২৮ নভেম্বর/২০২০) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার(২৭ নভেম্বর) এখানে সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ২৪ ঘন্টার ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্নের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা নেমে গেছে একই ভাবে তেঁতুলিয়ায়।
রংপুর বিভাগীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বিএমডির বরাত দিয়ে বলেন উত্তরাঞ্চলের আট জেলার মধ্যে আবহাওয়া অফিস রয়েছে ৬টি। আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে। অথচ আগের দিন গতকাল শুক্রবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একলাফে সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ৬ দশমিক ৯৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তেঁতুলিয়ায় নয়, রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা একই ভাবে নেমে এসেছে।
তিনি এ প্রসঙ্গে উল্লেখ করে জানান, আজ শনিবার নীলফামারী জেলায় দুটি আবহাওয়া অফিসের মধ্যে তিস্তা নদী বিধৌত ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ও সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি ।নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ও সর্বোচ্চ ২২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এখানে গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগীয় শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ও সর্বোচ্চ ২৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার বিভাগীয় এই শহরে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছিল ২৭ দশমিক ১ ডিগ্রি। দিনাজপুর শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ও সর্বোচ্চ ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার এখানে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ২৬ ডিগ্রি তাপমাত্রা ছিল। কুড়িগ্রাম জেলার রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এখানে গতকাল সর্বনিম্ন ১৬.৪ ও সর্বোচ্চ ২৬.৫ ডিগ্রি তাপমাত্রা ছিল।
হিমের পাহাড় হিমালয়ের পাদদেশে অবস্থান বলে উত্তরের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট এমনিতেই একটু বেশি। আগেভাগে শীত আসা, দেরিতে যাওয়া আর বেশি তীব্রতার দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষকেই। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে এবার প্রথম মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ডিসেম্বরের মাঝামাঝি।