ডেস্ক রিপোর্ট: অদ্য ২৯/১১/২০২০ খ্রীঃ রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে নতুন করে করোনা, ভাইরাস পজেটিভ সনাক্ত হয়। শনাক্তদের মধ্যে-
রংপুর: জেলা পুলিশ -০৩ জন, গংগাচড়া -০২ জন, মিঠাপুকুর -০৩ জন, রংপুর বদরগঞ্জ -০২ জন, রংপুর তারাগঞ্জ -০১ জন, রংপুর পীরগাছা -০২ জন এবং রংপুর মেট্রো এলাকা -৩৫ জন।
কুড়িগ্রাম জেলা-০২ জন, লালমনিরহাট জেলা-০২ জন, গাইবান্ধা জেলা-০১ জন