সংবাদ বিজ্ঞপ্তি: সারাদেশে অব্যাহতাবে ধর্ষন নিপীড়ন ও পাহাড় সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন সামাজিক নিপীড়ন বন্দ এবং ধর্ষন মামলায় স্বাক্ষ আইন বাতিলসহ নয় দফা দাবি নিয়ে ধর্ষন ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ সোমবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে ধর্ষন বিরোধী বিভাগীয় সমাবেশ করে। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা সভাপতিত্বে বক্তব্য দেন সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্র নেতা আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদে সাধারন সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক মহিলা ফোরামে কেন্দ্রীয় সদস্য ইশরাত জাহান লিপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নিলুফা উদাচী ইয়াসমিন শিল্পী ছাত্র ফ্রন্ট রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু, ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) বিভাগীয় নেতা পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন বিভাগীয় নেতা ও জেলা সভাপতি আবু মালেহ মোঃ শিহাব ছাত্র ফ্রন্ট জেলা সাধারন সম্পাদক নিরঞ্জন রায়, ছাত্র ফেডারেশন প্রমূখ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক আলী রায়হান সরকার। আরো সংহতি প্রকাশ করে রংপুর জেলা কমিউনিস্ট পার্টি বাসদ, বাসদ (মার্কসবাদী) জাসদ, ওয়ার্কাস পার্টি, জনতার রংপুর সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন সমূহ। সমাবেশ পরিচালনা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) রংপুর নগর শাখা আহবায়ক সাজু বাসফোর। বক্তারা সমাবেশ থেকে বলেন, ধর্ষন ও নারী নিপীড়ন এখন বাংলাদেশে এখন চরম সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। নিজের ঘর। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্র্মীয় উপাসনালয়, সমতল-পাহাড়ে দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। বক্তারা আরো বলেন, গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার এই সময়ে খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষন সাভারে স্কুল ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে হত্যা, সিলেট এমসি কলেজে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা এক নারী গণধর্ষন রাজশাহীর ধর্মীয় উপাসনালয়ে ধর্মযাজক দ্বারা আদিবাসী তরুনী ধর্ষন ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে এলাকাবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের সাথে যুক্ত সকল ধর্ষক নিপীড়কদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।