তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় চুমকি বেগম (১৭) নামের এক তরুণীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
ফাঁস দেওয়া তরুণী উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বড়গোলা এলাকার মৃত মকিম উদ্দিনের কন্যা। তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে আমরা তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি ও বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।