লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী থানার মুল ফটকে বসে চায়ের আড্ডার সময় পুলিশ কর্মকর্তার চোখে ধরা পড়লো এক জোড়া পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড।
বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) সন্ধ্যায় আদিতমারী থানার মুল ফটকের বাগানের হাসনাহেনা গাছে পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড দেখা মিলেছে। সেখানে আদিতমারী থানার ওসি দাবি করেছেন এটি পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড।
সরজমিনে জানাগেছে, আদিতমারী থানার মুল ফটকে বসে চা খাচ্ছিল কয়েকজন পুলিশ সদস্য। কিছুক্ষণ পরেই গাড়ীতে আসেন থানাও ওসি । এসেই বসে পুলিশ সদস্যের সাথে কথা বলার সময় চোখে পড়ে এক জোড়া মৌমাছির মত। কাছেই গিয়ে দেখতে পান সেটি মৌমাছি নয়, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখির নাম হার্মিং বার্ড। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখির নাম হার্মিং বার্ডের কথা জানতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেন একজন পুলিশ সদস্য। ভিডিওতে দেখা যায়, এক জোড়া ছোট হার্মিং বার্ডকে হাসনাহেনা ফুলে মধু খাচ্ছে।
আদিতমারী থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, শেষ বিকেলে কয়েকজনসহ থানার বাগানের সামনে বসেছিলাম। হঠাৎ চোখে পড়ে হাসনাহেনা ফুলে মধু খাচ্ছে এক জোড়া ছোট প্রজাতির হার্মিং বার্ড। হার্মিং বার্ড পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখি। যেটি বাংলাদেশে বিরল। যা প্রথম বারের এ জেলায় চোখে পড়েছে। তবে মাগরিবের আযানের সাথে পাখি দুটো ত্যাগ করেছেন। পাখি গবেষকরা এটি নিয়ে গবেষনা করলে এর অস্তিত্ব মিলবে বলেও দাবি করেন তিনি।
আর্কাইভ সুত্রে জানা গেছে, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখির নাম হার্মিং বার্ড। ক্ষুদ্রতম এ পাখি হার্মিং বার্ড শুধুমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা মেলে। ৩’শ অধিক প্রজাতি রয়েছে তাদের। সব থেকে ছোট আকৃতির হার্মিং বার্ড পাওয়া যায় কিউবায়। এর দৈর্ঘ প্রায় আড়াই ইঞ্চি এবং ওজন দুই গ্রামের নিচে। এরা বিরতীহীন ভাবে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। হার্মিং বার্ড প্রতি সেকেন্ডে ১২-৯০ বার ডানা ঝাপ্টাতে পারে বলেও গবেষকরা দাবি করেছেন। এরা সামন পিছন ও উপর নিচে উড়তে পারে। হার্মিং বার্ড বেশ শক্তিশালী পাখি। এদের ঠোঁট বেশ লম্বাকৃতির হয়। ফুলের মধুই এদের প্রধান খাদ্য। ফুল থেকে নিজের দুরুত্ব বজায় রেখে এরা শুন্যে উড়ে ফুলের মধূ খেয়ে নেয়। একটি হার্মিং বার্ড দৈনিক এক হাজার ৫শত ফুলের মধু খেয়ে থাকে। এ পাখি বাংলাদেশে বিরল।