স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ স্ত্রী সন্তানের সামনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জিল্লুর (৪০) নামের এক কৃষক। সদরের কচুকাটা বাজারে গতকাল শুক্রবার(৪ ডিসেম্বর/২০২০) রাতে মোটরসাইকেলের ধাক্কায় জিল্লুর রহমান ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়। ওই ভ্যানে তার স্ত্রী ও সন্তানও ছিল। তারা ভাগ্যক্রমে বেঁচে যায়। নিহত কৃষক জেলার কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হাজিরহাট গ্রামের আমিনুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে শ্বশুর বাড়ি থেকে জিল্লুর স্ত্রী, ছেলেসহ ভ্যানে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কচুকাটাবাজার এলাকায় পৌঁছালে নীলফামারীগামী একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত রণ হয় জিল্লুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথেই মারা যান তিনি।
কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।