আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬       বেরোবি শিক্ষার্থী আফ্রিদি ফিরবে লাশ হয়ে      

 width=
 

রংপুরে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে নানা আয়োজন

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০, দুপুর ০৩:৫৮

মমিনুল ইসলাম রিপন: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় রংপুর মহানগরীর সুরভী উদ্যানে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত নামফলকে শ্রদ্ধা জানিয়েছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও সিটি করপোরেশনসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে পালন করছে দিবসটি। ধারাবাহিকভাবে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, ডিসি আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম নিবেদন করেন তারা। বিহগলে বেজে উঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া জানান, দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই বিজয় দিবসের পূর্বে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল। কিন্তু উন্নয়ন অগ্রযাত্রা থেমে থাকে নি, থাকবেও না। সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো আমরা। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের পক্ষে প্যানেল মেয়র টিটুর নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন নগরীতে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রংপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণঃ ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে রংপুর জেলা পুলিশ। সকাল দশটায় রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) মধুসূদন রায়, মহোদয় এর নেতৃত্বে রংপুর নগরীর সুরভী উদ্যান সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল ) রংপুর, মোঃ কামরুজ্জামান, পিপিএম -সেবা, রংপুর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ, রংপুরসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যন্যা অফিসার ও ফোর্স শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন। শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার রংপুর মহোদয় সাংবাদিকদের নিকট তাৎপর্য উল্লেখ করে বলেন মহান স্বাধীনতা যুদ্ধের অন্তিম মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদাররা বাংলাদেশ কে মেধাশূন্য করার উদ্দেশ্য বিভিন্ন পেশার বাছাই করা বুদ্ধিজীবীগনদের কে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। বুদ্ধিজীবী দিবসে শাহাদাত বরনকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সহিত স্মরন করে রংপুর জেলা পুলিশ।

মন্তব্য করুন


 

Link copied