আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সুপারিশ

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০, রাত ০৯:৩২

 সংবাদ বিজ্ঞপ্তি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর সকল বিভাগের স্নাতক/স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২০ তারিখ রোজ শনিবার থেকে অনুষ্ঠিত হবার সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর, ২০২০) বিকেলে অনুষ্ঠিত বেরোবির স্নাতক/স্নাতকোত্তর চূড়ান্ত টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণের সম্ভাব্যতা যাচাই কমিটির তৃতীয় সভায় এ সুপারিশ প্রদান করা হয়। অনলাইনে জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা কমিটির আহবায়ক হিসেবে সভাপতিত্ব করেন। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও কমিটির এই সভায় অনলাইনে যুক্ত হয়ে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় নি¤œলিখিত সিদ্ধান্তসমূহ সুপারিশ করা হয়েছে- আগামী ২৭ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে পরীক্ষা গ্রহণের জন্য বিভাগগুলোকে সুপারিশ করা হয়েছে। প্রতিটি বিভাগ পরীক্ষার জন্য স্বতন্ত্রভাবে প্রস্তুতি গ্রহণ করবে। প্রত্যেক বিভাগ পরীক্ষার জন্য রুটিন করে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সাথে আলোচনা করে সমন্বয়ের জন্য বেরোবি’র স্নাতক/স্নাতকোত্তর চূড়ান্ত টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণের সম্ভাব্যতা যাচাই কমিটির নিকট প্রেরণ করবে। প্রতিদিন সকাল ও বিকাল দু’বেলা পরীক্ষা গ্রহণ করা যাবে। একই সময়ে একই একাডেমিক ভবনে একাধিক বিভাগের পরীক্ষা গ্রহণ করা যাবে না। বিভাগসমূহ অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক/স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের পরীক্ষা গ্রহণ করবে। (অর্থাৎ যাদের পরীক্ষা শুরু হয়েছে অথচ শেষ হয়নি, যাদের পরীক্ষার ফরম পূরণ করা আছে, পরীক্ষার ফরম পূরণ বাকি আছে, ভর্তি এবং পরীক্ষার ফরম পূরণ উভয়ই বাকি আছে অথচ ক্লাশ সম্পন্ন হয়েছে।) বিভাগসমূহ প্রচলিত নিয়মে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরীক্ষার ফরম পূরণ, ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত নির্দেশনা: পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে পরীক্ষার্থী কাম্পাসে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা:- ক) প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর মাস্ক পরা বাধ্যতামূলক। খ) প্রত্যেক পরীক্ষার পূর্বে পরীক্ষার হল ও আসনসমূহ ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। গ) প্রত্যেক পরীক্ষার্থীর তাপমাত্রা পরিমাপ করতে হবে। ঘ) পরীক্ষার হলে প্রবেশের পূর্বে পরীক্ষার্থীকে ভালোভাবে স্যানিটাইজ করে নিতে হবে। ঙ) করোনার লক্ষণযুক্ত পরীক্ষার্থী জন্য বিশ^বিদ্যালয়ের চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে পৃথক কক্ষে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ^বিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তত্ত¡াবধায়নে স্যানিটাইজেশন/স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ প্রদান। বেরোবি স্নাতক/স্নাতকোত্তর চূড়ান্ত টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণের সম্ভাব্যতা যাচাই কমিটির সদস্য হিসেবে ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফেরদৌস রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ কাজী রেজুয়ান হোসেন, বেরোবি সেন্টার ফর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এন্ড রোবটিকস এর পরিচালক জোয়ার্দার জাফর সাদিক এবং উপাচার্য দপ্তরের কর্মকর্তা সাকিনা আক্তার সীমা সদস্য-সচিব হিসেবে সভায় অংশ নেন।

মন্তব্য করুন


 

Link copied