আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

বিভাগ পরিবর্তন ইউনিট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০, দুপুর ১০:০৬

রবিবার বিকেলে পার্কের মোড় সংলগ্ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন- পূর্বের ন্যায় ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়া কখনই শিক্ষার্থীবান্ধব হতে পারে না। মেধাকে ধ্বংস করতেই মূলত এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমারা প্রায় দুই বছর ধরে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছি। আপনাদের এমন সিদ্ধান্তে শুধু আমরা নই, আমাদের পরিবারের লোকজনও ভেঙ্গে পড়েছে।

এছাড়াও বক্তারা আরো বলেন- আমরা আপনাদের সন্তানের মতো। আমাদের জীবন নিয়ে খেলা করার অধিকার আপনাদের নেই। আমাদেরও বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার আছে। আমরাও বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। দ্রুত এমন হটকারী সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের ন্যায় পরীক্ষা গ্রহণের দাবি জানায় বক্তারা।

উল্লেখ্য, উক্ত মানববন্ধনে শতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।

মন্তব্য করুন


 

Link copied