আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কনকনে শীতের রাতেও চলছে অবস্থান কর্মসূচী

মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১, রাত ১২:২৫

 বেরোবি প্রতিনিধি: ঘড়িতে সময় রাত ১২টা ২০মিনিট। কনকনে শীতে যখন সবাই একটু উষ্ণতা পেতে বিছানায় কম্বল কিংবা কাথা দিয়ে শীত নিবারন করার চেষ্টা করছে। ঠিক এই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশসহ ৮ দফা দাবিতে একাডেমিক ভবনে তালা লাগিয়ে শীতের মধ্যে জবুথবু হয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। জানা যায়, পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশসহ ৮ দফা দাবিতে সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের (একাডেমিক ভবন-১) মূল ফটকে তালা দিয়ে এ কর্মসূচি পালন করছে ইংরেজি ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এর আগে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করলে ৭ দিনের মধ্যে পরীক্ষা নেয়া হবে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নিয়েছিল তারা। আশ্বাসের ৭ দিন পেরিয়ে গেলেও উপাচার্য কথা না রাখায় ফের আন্দোলনে নামেন তারা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনো মাস্টার্স শেষ করতে পারেনি। সরকারি চাকরির বয়স প্রায় শেষের দিকে। উপাচার্য আশ্বাস দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উপাচার্য কথা না রাখায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা। সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচী পালন করছে। এখন গভীর রাত, এমন শীতে এত রাত হয়ে গেলেও কেউ এখনো তাদের কোন রকম আশ্বাস দেয়নি। এমন অবস্থায় যদি আমাদের কারো কিছু হয়, তাহলে এর দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষা নেওয়াসহ ৮ দফা দাবি মেনে নেয়া না হলে কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন


 

Link copied