নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুর পৌর সভার বর্তমান মেয়র, বিএনপি নেতা আমজাদ হোসেন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১৪ জানুয়ারী/২০২১ সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।আগামী ১৬ জানুয়ারী/২০২১ ছিল সৈয়দপুর পৌরসভার ভোট। মেয়র পদে ৫জন প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে তিনি একজন (নারিকেল গাছ) প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত হবে।
আমজাদ হোসেন সরকার তার রাজনৈতিক জীবনের একবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, চারবার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তার জন্ম ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারী।