স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং দলিত, হরিজন শিক্ষা উপবৃত্তি ও ভাতা বহি বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারী/২০২১) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক নুসরাত ফাতেমা, সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস্ চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সমাজ সেবা অফিসার হাওয়া খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক নুর মোহাম্মদ, সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমানসহ প্রতিবন্ধী, দলিত ও হরিজন পরিবারের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে ৬৪ জন শিক্ষার্থীকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, ১৭ জন শিক্ষার্থীকে দলিত ও হরিজন শিক্ষা উপবৃত্তির টাকার চেক এবং ২৪ জন ব্যক্তিকে বয়স্ক ভাতা বহি বিতরণ করা হয়েছে।
Home / নীলফামারী / সৈয়দপুরে প্রতিবন্ধী, দলিত ও হরিজন শিক্ষা উপবৃত্তি এবং ভাতাবহি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত